আসল : 1 বছরের সুদ-আসল = 20 : 21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত ? Madhyamik 2015


ধরি আসল \((p)= 20x\) টাকা
সুদ-আসল \(=21x\) টাকা
\(\therefore\) সুদ \((I)= (21x-20x)\) টাকা =\(x\) টাকা
সময় \((n)=1\) বছর

\(\therefore \) সুদের হার \((r)=\cfrac{100\times I}{pn}\%\)
\(=\cfrac{100\times x}{20x\times 1}\%\)
\(=5\%\)

\(\therefore\) সুদের হার \(5\%\)

Similar Questions