সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। Madhyamik 2023


ধরি, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ \(r\) একক এবং উচ্চতা \(h\) একক ।

\(\therefore \) লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত \(=\pi r^2 h :\cfrac{1}{3}\pi r^2 h\)
\(=1:\cfrac{1}{3}\)
\(=3:1\)


Similar Questions