ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে: (a) 1000 টাকা (b) 2000 টাকা (c) 3000 টাকা (d) 4000 টাকা
Madhyamik 2022
Answer: Cফতিমা, শ্রেয়া এবং স্মিতার লভ্যাংশের অনুপাত \(=50:100:150\)
\(=1:2:3\)
\(=\cfrac{1}{6}:\cfrac{2}{6}:\cfrac{3}{6}\)