বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনাবিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে, কে কত টাকা লভ্যাংশ পাবেন?


প্রদীপবাবু বছরের প্রথম 5 মাসের জন্য মূলধন ছিল 24000 টাকা এবং পরের (12-5) বা 7 মাসের জন্য মূলধন ছিল (24000+4000) টাকা=28000 টাকা

বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে প্রদীপবাবুর প্রয়োজন হত=[(24000×5)+(28000×7)] টাকা =[120000+196000] টাকা =316000 টাকা।

এবং বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে আমিনাবিবির প্রয়োজন হত=(30000×12) টাকা =360000 টাকা ।

∴ প্রদীপবাবু এবং আমিনাবিবির মূলধনের অনুপাত =316000:360000
= 79:90
=\(\frac{79}{169}: \frac{90}{169}\) [∵79+90=169]

∴বছরের শেষে লাভের 27716 টাকার মধ্যে
প্রদীপবাবু পাবেন=27716 টাকার×\(\frac{79}{169}\) অংশ
=12956 টাকা
এবং আমিনাবিবি পাবেন =27716 টাকার× \(\frac{90}{169}\) অংশ
=14760 টাকা

∴লাভের টাকার থেকে প্রদীপবাবু পাবেন 12956 টাকা এবং আমিনাবিবি পাবেন 14760 টাকা ।

Similar Questions