1. \(A\) -এর 30% = \(B\) -এর 0.25 = \(C\) -এর \(\cfrac{1}{5}\) হলে, \(A:B:C = \) কত ?
(a) 12:10:13 (b) 10:12:15 (c) 5:6:7 (d) 6:5:4
2. \(a:4=b:10\) হলে \(a\) এর \(25\% =b\) এর ____\(\%\)।
3. \(a:b=2:3\) হলে \(5a:6b\) এর মান \(1:1\) হবে।
4. \((a+b):\sqrt{ab}= 2:1\) হলে \(a:b\) এর মান হবে 1:1
5. \(\triangle\)ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। AQ=2AP হলে PB:QC=কত?
(a) 1:2 (b) 2:1 (c) 1:1 (d) কোনটিই নয়।
6. \(\triangle\)ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। AP:PB=2:1 এবং AC=18 সেমি হলে, AQ=কত?
(a) 12 সেমি (b) 9 সেমি (c) 6 সেমি (d) কোনটিই নয়।
7. ABCD ট্রাপিজিয়ামের AD\(\parallel\)BC । BC এর সমান্তরাল একটি সরলরেখা AB ও DC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে । AP:PB=2:1 হলে, DQ:QC= কত?
(a) 1:1 (b) 1:2 (c) 1:4 (d) 2:1
8. \(\triangle\)ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করে । AB=20 সেমি, BD=14 সেমি হলে, DE:BC=কত?
(a) 7:10 (b) 5:17 (c) 3:10 (d) 7:17
9. \(a+b:\sqrt{ab}=1:1\) হলে \(\sqrt{\cfrac{a}{b}}+\sqrt{\cfrac{b}{a}}\) এর মান কত ?
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
10. \(a:b:c = 2:3:5\) হলে \(\cfrac{2a + 3b- 3c}{c}\) এর মান নির্ণয় করো।
(a) \(=-\cfrac{2}{5}\) (b) \(=-\cfrac{3}{5}\) (c) \(=\cfrac{2}{5}\) (d) \(=\cfrac{3}{5}\)
11. \(a + b : √ab = 2:1\) হলে \(a: b\)-এর মান নির্নয় কর ।
12. \(a:2=b:5=c:৪ \) হলে \(a\) এর 50% = \(b\) এর 20 % = \(c\) এর ______ %
13. একটি অংশীদারি কারবারে \(A, B\) ও \(C\) এর মূলধনের অনুপাত \(\cfrac{1}{6}:\cfrac{1}{5}:\cfrac{1}{4}\) বছরের শেষে \(3700\) টাকা লাভ হলে, \(B\) কত টাকা লভ্যাংশ পাবে?
14. \(a^2+a+1=0\) হলে, \(a^3\)-এর মান হবে :
(a) 1 (b) -1 (c) 2 (d) 3
15. যদি, \(b\propto a^3\) হয়, এবং \(a\) এর বৃদ্ধি \(2:3\) অনুপাতে হয় তাহলে \(b\) এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় কর ।
16. a: \(\cfrac{27}{64}=\cfrac{3}{4}\):a হলে,a-এর মান হবে
(a) \(\cfrac{81}{256}\) (b) 9 (c) \(\cfrac{9}{16}\) (d) \(\cfrac{16}{9}\)
17. ABC ও DEF ত্রিভুজে \(\angle\)A=\(\angle\)F=40°, AB:ED = AC:EF এবং \(\angle\)F=65° হলে AB এর মান হবে
(a) 35° (b) 65° (c) 75° (d) 85°
18. \(\triangle\)ABC এর AD মধ্যমা। E বিন্দুটি AD কে 1:2 অনুপাতে বিভক্ত করে । বর্ধিত BE, AC কে F বিন্দুতে ছেদ করে । AC=10 সেমি হলে, AF=কত?
(a) 5 সেমি (b) 4 সেমি (c) 2 সেমি (d) কোনোটিই নয়
19. \(\triangle\)ABC এর AD মধ্যমা। BC বাহুর সমান্তরাল সরলরেখা AB, AD ও AC বাহুকে যথাক্রমে P,O ও Q বিন্দুতে ছেদ করেছে । PO:OQ=কত?
(a) 1:2 (b) 2:3 (c) 1:1 (d) কোনোটিই নয়
20. \(\triangle\)ABC এর \(\angle\)BAC=90\(^o\) এবং AD\(\bot\)BC । AB:AC=3:4 হলে, BD:DC=কত?
(a) 3:4 (b) 9:16 (c) 2:3 (d) কোনটিই নয়।
21. (7a-5b):(3a+4b)=7:11 হলে, (5a-3b):(6a+5b) এর মান কত ?
(a) 777:244 (b) 777:247 (c) 247:778 (d) 247:787
22. \( (3x- 2y) : (3x + 2y) = 4 : 5\) হলে \(x :y\) -এর মান কত?
(a) 1:6 (b) 1:1 (c) 2:1 (d) 6:1
23. ABC ত্রিভুজের \(\angle\)C = 90° ও AC : BC = 3 : 4 হলে cosecA-এর মান কত?
(a) \(\cfrac{3}{4}\) (b) \(\cfrac{5}{3}\) (c) \(\cfrac{5}{4}\) (d) \(\cfrac{3}{5}\)
24. \(x:y=3:4\) হলে, \(\cfrac{x^2-xy+y^2}{x^2+xy+y^2}\)-এর মান হবে :
(a) 37:13 (b) 13:35 (c) 13:37 (d) 20:13
25. 7, x, y, 189 ক্রমিক সমানুপাতী হলে x ও y-এর মান যথাক্রমে হবে :
(a) 63,21 (b) 21,23 (c) 21,63 (d) 23,21
26. A ও B এর অনুপাত 2:3 এবং B ও C এর অনুপাত 4:3 হলে A:B:C=কত?
(a) 8:12:15 (b) 6:9:8 (c) 8:12:9 (d) 8:16:9
27. এক অংশীদারী ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 2:3, B এবং C এর মূলধনের অনুপাত 6:5; A এর লভ্যাংশ 400 টাকা হলে C এর লভ্যাংশ কত হবে?
(a) 500 টাকা (b) 600 টাকা (c) 700 টাকা (d) 800 টাকা
28. বছরের শুরুতে একটি যৌথ ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 2:3 এবং B ও C এর মূলধনের অনুপাত 4:5; বছর শেষে C এর প্রাপ্য লভ্যাংশ 300 টাকা হলে A এর প্রাপ্য লভ্যাংশ কত হবে?
29. যদি \(b∝a^3\) হয় এবং \(a\) এর বৃদ্ধি \(2:3\) অনুপাতে হয়, তাহলে \(b\) এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো।
30. ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করেছে। AE=2AD হলে DB:EC এর মান হিসাব করো। Madhyamik 2016