একটি ধনাত্মক পূর্ণসংখ্যার 5 গুণ ঐ সংখ্যাটির বর্গের দ্বিগুণের থেকে 3 কম। পূর্ণসংখ্যাটি নির্ণয়ের জন্য প্রয়ােজনীয় দ্বিঘাত সমীকরণ গঠন করাে। তারপর সমীকরণটি সমাধান করে পূর্ণসংখ্যাটি নির্ণয় করাে। Madhyamik 2009

নিজের ওয়েবসাইট

Exclusive
নিজের ওয়েবসাইট
Get Your Own Website

ধরি, সংখ্যাটি \(x\)
\(\therefore\) প্রশ্নানুসারে, \(5x=2x^2-3\)
বা, \(2x^2-3=5x\)
বা, \(2x^2-5x-3=0\)
\(\therefore\) নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হল \(2x^2-5x-3=0\)

এখন, \(2x^2-5x-3=0\)
বা, \(2x^2-(6-1)x-3=0\)
বা, \(2x^2-6x+x-3=0\)
বা, \(2x(x-3)+1(x-3)=0\)
বা, \((x-3)(2x+1)=0\)
\(\therefore\) হয় \(x-3=0\) বা, \(x=3\)
নয় \(2x+1=0\) বা, \(x=-\cfrac{1}{2}\)

\(\because\) সংখ্যাটি অখন্ড ধনাত্বক পূর্ণসংখ্যা, সুতরাং সংখ্যাটি হল 3

Similar Questions