সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতাবিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি।
ধরি,অর্ধগোলক,শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\)
একক ।
∴অর্ধগোলকের উচ্চতা=অর্ধগোলকের ব্যাসার্ধের
দৈর্ঘ্য\(=r\) একক
∴ শর্তানুসারে শঙ্কু এবং অর্ধগোলকের উচ্চতা \(r\) একক
হবে।
শঙ্কুর আয়তন \(=\cfrac{1}{3} πr^2\cdot r\) ঘন একক
\(=\cfrac{1}{3} πr^3\) ঘন একক
অর্ধগোলকের আয়তন \(=\cfrac{2}{3} πr^3\) ঘন একক
এবং চোঙের আয়তন \(=πr^2\cdot r\) ঘন একক
\(=πr^3\) ঘন একক
∴ অর্ধগোলক,শঙ্কু এবং চোঙের আয়তনের অনুপাত
\(=\cfrac{1}{3} πr^3: \cfrac{2}{3} πr^3:πr^3\)
\(=\cfrac{1}{3}:\cfrac{2}{3}:1\)
\(=1:2:3\) (Answer)