2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়রঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি ।


ধরি,চৌবাচ্চার জলের গভীরতা \(h\) ডেসিমি বৃদ্ধি পাবে।
চৌবাচ্চাটির দৈর্ঘ্য=2.1 মিটার=21 ডেসিমি
প্রস্থ=1.5 মিটার=15 ডেসিমি
আবার,630 লিটার=630 ঘন ডেসিমি

প্রশ্নানুসারে, \(21×15×h=630\) [\(\because 1\) ঘন ডেসিমি=\(1\) লিটার]
বা, \(h=\cfrac{630}{21×15}=2\)

∴630 লিটার জল ঢাললে জলের গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে ।

Similar Questions