একটি ত্রিভুজ PQR অঙ্কন করেছি যার ∠Qসমকোণ। QR বাহুর উপর S যে-কোনো একটি বিন্দু হলে, প্রমাণ করি যে, PS\(^2\) + QR\(^2\)= PR\(^2\) + QS\(^2\)
সমকোণী ত্রিভূজ PQS থেকে পাই,
PQ\(^2\)+QS\(^2\)=PS\(^2\)
বা,PQ\(^2\)=PS\(^2\)-QS\(^2---(i)\)
সমকোণী ত্রিভূজ PQR থেকে পাই,
PQ\(^2\)+QR\(^2\)=PR\(^2\)
বা,PQ\(^2\)=PR\(^2\)-QR\(^2---(ii)\)
দুটি সমীকরনে PQ\(^2\) এর মানের তুলনা করে পাই,
PS\(^2\)-QS\(^2\)=PR\(^2\)-QR\(^2\)
বা,PS\(^2\)+QR\(^2\)=PR\(^2\)+QS\(^2\) (প্রমানিত)