1. পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হল –
(a) 3:2 (b) 5:6 (c) 6:5 (d) 9:5
2. পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হল –
(a) 3:2 (b) 5:9 (c) 6:5 (d) 9:5
3. পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের মধ্যে লভ্যাংশ বন্টিত হওয়ার অনুপাত কত?
4. আশিস 600 টাকা 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করল। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো --
(a) 3:2 (b) 4:3 (c) 6:5 (d) 2:3
5. জন 8০০ টাকা 5 মাসের জন্য এবং পল 500 টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বর্ণিত হবে তা হল-
(a) 3:2 (b) 5:6 (c) 4:3 (d) 8:5
6. A 500 টাকা 9 মাসের জন্য ও B 600 টাকা 5 মাসের জন্য এই ব্যবসায় নিয়ােজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বন্টিত হবে ?
7. A 5000 টাকা 9 মাসের জন্য এবং B 6000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিত করে। তাদের লভ্যাংশের অনুপাত হবে -
8. আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে । তাদের লভ্যাংশের অনুপাত হবে _____ । Madhyamik 2020
9. কোনাে অংশীদারি ব্যবসায় সুজয় 500 টাকা 9 মাসের জন্য এবং সালমা 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়ােজিত করে। তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত হবে 3:2
10. অমল 500 টাকা 9 মাসের জন্য ও বিমল 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হলো
(a) 3:02 (b) 5:06 (c) 6:05 (d) 9:05
11. রাইমার 600 টাকা 5 মাসের জন্য এবং সুস্মিতার 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লভ্যাংশের অনুপাত হবে ______ ।
12. তোতন 500 টাকা 9 মাসের জন্য এবং মামন 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করল। তাদের লাভের অনুপাত 2:3।
13. A 500 টাকা 9 মাসের জন্য ও B 600 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে, তাদের লভ্যাংশ অনুপাত হবে _____ ।
14. কৌশিক ও সঞ্জয় 12,500 টাকা এবং 8,500 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করল। তারা চুক্তি করল যে, লাভের 40% তাদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ করা হবে। কৌশিক 1,950 টাকা লভ্যাংশরূপে পেলে সঞ্জয়ের লাভের পরিমাণ কত?।
15. অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট 69 টাকা লাভ হয় এবং বিমল লাভের 46 টাকা পায়, ব্যবসায় বিমলের মূলধন হল-
(a) 1500 টাকা (b) 3000 টাকা (c) 4500 টাকা (d) 6000 টাকা
16. বিমল প্রতি মাসে 600 টাকা 5 মাসের জন্য এবং তপন প্রতিমাসে 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের অনুপাত কত ?
(a) 2:3 (b) 3:2 (c) 1:3 (d) 1:2
17. অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়ােজিত করে ব্যবসায় 125 টাকা লাভ হলে অমলের লাভের পরিমাণ কত হবে?
18. গৌতম ও সমরেশ 12500 টাকা এবং 8500 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করল। তাঁরা চুক্তি কমল যে, লাভের 40% তাদের মধ্যে সমানভাবে বন্টিত হবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ করা হবে। গৌতম 1950 টাকা লভ্যাংশরূপে পেলে সমরেশের লাভের পরিমাণ কত?
19. অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা ব্যবসায় নিয়ােজিত করে। ব্যবসায় নােট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পেলে তার মূলধন কত?
20. অমল এবং বিমল একটি ব্যাবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন
21. দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে । তাদের মধ্যে একটি চুক্তি হয় যে, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে । প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত ? Madhyamik 2019
22. A ও B 12500 টাকা এবং 8500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। তারা চুক্তি করল যে লাভের 40% তাদের মধ্যে সমান ভাবে ভাগ হবে এবং বাকি 60% মূলধনের অনুপাতে ভাগ হবে। A-এর লাভ 1950 টাকা হলে B-এর লাভ কত?
23. দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন। দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ-খরচা বাদ দিয়ে মোট 30400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি।
24. দুই বন্ধু যথাক্রমে 40000 টাকা ও 50000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি।