x, y-এর সঙ্গে সরলভেদে এবং z-এর সঙ্গে ব্যস্তভেদে আছে। y=5 ও z=9 হলে x= \(\frac{1}{6}\) হয়। x, y ও z-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y=6 ও z= \(\frac{1}{5}\) হলে, x-এর মান হিসাব করে লিখি।
\(x∝y\) ,যখন \(z\) ধ্রুবক
\(x∝\cfrac{1}{z}\),যখন \(y\) ধ্রুবক
\(∴x∝\cfrac{y}{z}\) ,যখন \(y\) এবং \(z\) উভয়েই পরিবর্তনশীল ।
সুতরাং, \(x=k.\cfrac{y}{z}\) [যেখানে \(k\) অশূন্য ভেদ ধ্রুবক]\(..(i)\)
প্রদত্ত, \(y=5,z=9\) এবং \(x=\cfrac{1}{6} \)
সুতরাং, \((i)\) নং সমীকরন থেকে পাই, \(\cfrac{1}{6}=k.\cfrac{5}{9}\)
বা, \(k=\cfrac{9}{30}=\cfrac{3}{10}\)
সুতরাং \((i) \) নং সমীকরনে \(k\) এর মান বসিয়ে পাই,
\( x=\cfrac{3y}{10z}……..(ii)\)
যখন\( y=6,z=\cfrac{1}{5}\) তখন \((ii)\) নং সমীকরন
থেকে পাই
\( x=\cfrac{3×6}{10×\cfrac{1}{5}} ∴x=9 \)
\(∴x,y\) ও \(z\) এর মধ্যে সম্পর্কটি হল \(x=\cfrac{3y}{10z} \)
এবং\( x=9\) হবে যখন \(y=6\) এবং \(z=\cfrac{1}{5} \)