একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ । যদি বড়ো গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোটো গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত ?
Madhyamik 2017
যেহেতু বড় গোলকটির ব্যাস ছোট গোলকটির ব্যাসের দ্বিগুন ।
\(\therefore \) বড় গোলকটির ব্যাসার্ধ ছোট গোলকটির ব্যাসার্ধের দ্বিগুন হবে ।
ধরি, ছোট গোলকটির ব্যাসার্ধ \(r\) একক
\(\therefore\) বড় গোলকটির ব্যাসার্ধ \(2r\) একক
প্রশ্নানুসারে, \(4\pi (2r)^2=\cfrac{4}{3}\pi r^3\)
বা, \(4r^2=\cfrac{r^3}{3}\)
বা, \(r^3=12r^2\)
বা, \(r=12\)
\(\therefore\) ছোট গোলকটির ব্যাসার্ধ 12 একক ।