কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্য মান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে।
Madhyamik 2023
বিবৃতিটি সত্য ।
ধরি, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\) একক
\(\therefore\) প্রশ্নানুসারে, \(4\pi r^2= \cfrac{4}{3}\pi r^3\)
বা, \(12r^2=4r^3\)
বা,
\(r=3\)
\(\therefore\) গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য \(3\) একক ।