প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে, n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি ।


ধরি \(n\) বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল \(x\) টাকা।
∴শর্তানুসারে, \(x\left(1-\cfrac{r}{100}\right)^n=v\)
বা, \(x=\cfrac{v}{\left(1-\cfrac{r}{100}\right)^n}\)
বা, \(x=v\left(1-\cfrac{r}{100}\right)^{-n}\) (Answer)

Similar Questions