একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান । চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়েই 12 সেমি । গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি ।
ধরি,নিরেট গোলকটির ব্যাসার্ধ \(=r\) সেমি
∴নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল \(=4πr^2\) বর্গসেমি
চোঙটির উচ্চতা \((h)=12\) সেমি
এবং ব্যাসার্ধ \((R)=\cfrac{12}{2}\) সেমি\(=6\) সেমি
∴প্রশ্নানুসারে, \(4πr^2=2πRh \)
বা, \(4r^2=2×6×12 \)
বা, \(r^2=\cfrac{2×6×12}{4} \)
বা, \(r^2=36 \)
বা, \(r=6\)
∴গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য \(6\) সেমি ।