পাশের চিত্রে ABC ত্রিভূজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে P,Q,R বিন্দুতে স্পর্শ করে। যদি AP=4 সেমি,BP=6 সেমি,AC=12 সেমি এবং BC=x সেমি হয়,তবে x এর মান নির্ণয় করি।


\(\triangle\)AOP \(\cong\)AOR
\(\therefore\) AR=AP=4cm
সুতরাং, RC=AC-AR=(12-4)cm=8 cm

আবার \(\triangle\)ROC \(\cong\)QOC
\(\therefore\) QC=RC=8cm

এবং \(\triangle\)OBP \(\cong\)OBQ
\(\therefore\) BQ=BP=6cm

\(\therefore\) x=BC=(BQ+QC)=(6+8)cm =14cm


Similar Questions