\(\cfrac{2}{5} x^2-\cfrac{2}{3} x+1=0\) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখ ।


\(\cfrac{2}{5} x^2-\cfrac{2}{3} x+1=0\) সমীকরনটিকে \(ax^2+ bx+c=0\) সমীকরণের সাথে তুলনা করে পাই,
\(a=\cfrac{2}{5}, b=-\cfrac{2}{3}\) এবং \(c=1\)

∴ নিরূপক \(=b^2-4ac=\left(-\cfrac{2}{3}\right)^2-4×\cfrac{2}{5}×1\) \(=\cfrac{4}{9}-\cfrac{8}{5}=\cfrac{20-72}{45} \) \(=-\cfrac{52}{45}<0\)

\(∴ \cfrac{2}{5}x^2-\cfrac{2}{3}x+1=0\) সমীকরনটির কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না । এর বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক হবে ।

Similar Questions