ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। DE জ্যা \(\angle\)BDC এর বহির্দ্বিখণ্ডক। প্রমাণ করো যে AE (বা বর্ধিত AE) \(\angle\)BAC এর বহির্দ্বিখণ্ডক। Madhyamik 2022


বৃত্তস্থ ABCD চতুর্ভূজের \(\angle\)BDC এর বর্হিদ্বিখন্ডক DE জ্যা। প্রমান করতে হবে যে,AE,\(\angle\)BAC এর বর্হিদ্বিখন্ডক

অঙ্কনঃ CD কে F পর্যন্ত এবং BA কে G পর্যন্ত বর্ধিত করা হল।

প্রমানঃ বৃত্তস্থ চতুর্ভূজ AEDB থেকে পাই
∵বৃত্তস্থ চতুর্ভূজের বহিঃস্থ কোণ বিপরীত কোণের সমান
∴\(\angle\)EAG=\(\angle\)EDB

আবার যেহেতু ED,\(\angle\)BDC এর বর্হিদ্বিখন্ডক তাই,
\(\angle\)EDB=\(\angle\)EDF
∴\(\angle\)EAG=\(\angle\)EDF---(i)

আবার,বৃত্তস্থ চতুর্ভূজ ACDE থেকে পাই
∵বৃত্তস্থ চতুর্ভূজের বহিঃস্থ কোণ বিপরীত কোণের সমান
∴\(\angle\)EDF=\(\angle\)EAC---(ii)

(i)এবং (ii)নং সমীকরন থেকে পাই
\(\angle\)EAG=\(\angle\)EAC
∴AE,\(\angle\)BAC এর বর্হিদ্বিখন্ডক (প্রমানিত)


Similar Questions