1. নীচে প্রদত্ত মানসমূহের যৌগিক গড় \(9.5\) হলে \(x\) এর মান নির্ণয় করো : \(12, 6, 7, 3, x, 10, 18, 5\)
2. 2, 8, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10
3. ঊর্ধ্বক্রমে সাজানো \(6, 8, 10, 12, 13, x\) তথ্যের গড় ও মধ্যমা সমান হলে \(x\) এর মান নির্ণয় করো। Madhyamik 2023
4. 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 18 এই রাশিগুলির মধ্যমা হবে –
(a) 10 (b) 11 (c) 10.5 (d) 11.5
5. 12 জন ছাত্রছাত্রীর একটি দলকে 10 টি ধাঁধা দেওয়া হল। তাদের সঠিক উত্তরের সংখ্যা হল যথাক্রমে, 2, 4, 3, 5, 2, 5, 8, 2, 3, 9, 5, 2 এই তথ্যের সংখ্যাগুরু মান কি?
6. নীচের তথ্যের সংখ্যাগুরুমান নির্ণয় করি। 8, 5, 4, 6, 7, 4, 4, 3, 5, 4, 5, 4, 4, 5, 5, 4, 3, 3, 5, 4, 6, 5, 4, 5, 4, 5, 4, 2, 3, 4
7. নীচের তথ্যের সংখ্যাগুরুমান নির্ণয় করি। 15, 11, 10, 8, 15, 18, 17, 15, 10, 19, 10, 11, 10, 8, 19, 15, 10, 18, 15, 3, 16, 14, 17, 2
8. একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হল 10
9. 8,15,10,11 ,7,9,11,13,16 -এর মধ্যমা
(a) 15 (b) 10 (c) 11.5 (d) 11
10. 64,60,48,x,43,48,43,34 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 43 হলে,(x+3)এর মান
(a) 44 (b) 45 (c) 46 (d) 48
11. উচ্চ সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে, x-এর মান
(a) 22 (b) 21 (c) 20 (d) 24
12. 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা — Madhyamik 2017
(a) 8 (b) 6.5 (c) 5.5 (d) 5
13. 33,86,68,32,80,48,70,64,75 এর মধ্যমা কত হবে?
(a) 64 (b) 68 (c) 70 (d) 75
14. 12,18,24,31,32,38,43,48 তথ্যে যদি 31 সংখ্যাটি না থাকতো তবে মধ্যমা কত হ্রাস বা বৃদ্ধি পেত?
(a) 1.5 হ্রাস (b) 1.5 বৃদ্ধি (c) 0.5 হ্রাস (d) 0.5 বৃদ্ধি
15. 11, 12, 14, x - 2, x + 4, x + 9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে, x -এর মান নির্ণয় করো । Madhyamik 2017
16. 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা -
17. তিনবন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাঙ্কের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কতো টাকা পাবেন ? Madhyamik 2022
18. ঊর্দ্ধক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+6, 30, 31, 34, 39 তথ্যের 24 মধ্যমা হলে x এর মান
19. ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান -
20. 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে, x এর মান নির্ণয় করো।
21. 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা
22. উর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে,x-এর মান
23. 8,15,10,11 ,7,9,11,13,16 -এর মধ্যমা
(a) 15 (b) 11 (c) 10 (d) 11.5
24. 9,12,15,18,20,22 সংখ্যাগুলির যৌগিক গড়ের মান 2 বৃদ্ধি ঘটে, যদি 15 এর পরিবর্তে নীচের ___ সংখ্যাটি নেওয়া হয় ।
(a) 27 (b) 19 (c) 21 (d) 25
25. \(x_1, x_2,x_3,x_4....,x_n\) সংখ্যাগুলির গড় \(\bar{x}\) হলে, \((x_1-\bar{x})\)+\((x_2-\bar{x})\)+\((x_3-\bar{x})\)+....+\((x_n-\bar{x})\) এর মান হবে
(a) 0 (b) 1 (c) 3 (d) 5
26. 94, 33, 86, 68, 32, 80, 48, 70 রাশিগুলির মধ্যমা হবে
(a) 68 (b) 67 (c) 69 (d) 70
27. মানের ঊর্ধক্রমানুসারে সাজানো 6, 9, 11, 12, x+2, x+3, 17, 20, 21, 24 তথ্যের মধ্যমা 21 হলে x এর মান হবে -
(a) 13.5 (b) 15.5 (c) 18.5 (d) 21.5
28. কিছু ছাত্রের বয়স হলো (বছরে) 10, 11, 9, 7, 13, 8, 14; এদের বয়সের মধ্যমা হল _____ বছর । Madhyamik 2020
29. 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 8, 19, 10, 30, 20, 32 তথ্যের প্রসার
(a) 10 (b) 15, (c) 18 (d) 26
30. 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরুমান 10।