একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল \(c\) বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\) একক এবং আয়তন \(v\) ঘন একক হলে, \(\cfrac{cr}{v}\) এর মান কত তা লিখি ।


ধরি, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা \(h\) একক
\(\therefore\) বক্রতলের ক্ষেত্রফল \(c=2\pi r h\)
এবং, আয়তন \(v=\pi r^2 h\)

\(\therefore \cfrac{c}{v}=\cfrac{2\pi r h}{\pi r^2 h}\)
বা, \(\cfrac{c}{v}=\cfrac{ 2}{ r}\)
বা, \(\cfrac{cr}{v}=2\)

Similar Questions