1. \(x^3y,x^2y^2\) এবং \(xy^3\) ক্রমিক সমানুপাতী।
2. a, b, c তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা হলে এবং a ও c বিপরীত চিহ্নযুক্ত হলে b অসংজ্ঞাত হবে।
3. \(p^3q, p^2q^2\) এবং \(p q^3\) ক্রমিক সমানুপাতী।
4. 5 টি ক্রমিক সমানুপাতী সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে, প্রথমটি নির্ণয় করো। Madhyamik 2023
5. 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে, পঞ্চমটি নির্ণয় করি ।
6. a, b ও c ক্রমিক সমানুপাতী এবং a ও c ঋণাত্মক চিহ্নযুক্ত হলে b——— চিহ্নযুক্ত হবে।