6.6 ডেসিমি. দীর্ঘ, 4.2 ডেসিমি. প্রশস্ত এবং 1.4 ডেসিমি. পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি. দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি. ধাতু থাকবে হিসাব করে দেখি।
Loading content...

নিরেট আয়তঘনাকার টুকরোর আয়তন \(=6.6×4.2×1.4\) ঘন ডেসিমি \(=38.808\) ঘন ডেসিমি

প্রতিটি গোলকের আয়তন
\(=\cfrac{4}{3} π\left(\cfrac{2.1}{2}\right)^3\) ঘন ডেসেমি
\(=\cfrac{4}{3}×\cfrac{22}{7}×\cfrac{2.1}{2}×\cfrac{2.1}{2}×\cfrac{2.1}{2} \) ঘন ডেসিমি
\(=\cfrac{4×22×2.1×2.1×2.1}{168}\) ঘন ডেসিমি
\(=4.851\) ঘন ডেসিমি

∴গোলকের সংখ্যা \(=\cfrac{38.808}{4.851}\) টি \( = 8\) টি

∴মোট \(8\) টি নিরেট গোলক তৈরি করা যাবে এবং প্রতিটি গোলকের আয়তন হবে \(4.851\) ঘন ডেসিমি ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions