1. মধ্যগামিতার মাপক তিনটি হলো – গড়, মধ্যমা ও সংখ্যাগুরুমান।
2. গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হল ___ প্রবণতার পরিমাপক।
3. মধ্যগামীতার মাপকগুলি হল গড়, -----ও সংখ্যাগুরুমান।
4. যৌগিক গড়, মধ্যমা ও ভূয়িষ্টক হল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ।
5. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হল ____ প্রবণতার মাপক।
6. \(ax^2+bx+c=0\) দ্বিঘাত সমীকরণটির \(b^2 = 4ac\) হলে, বীজদ্বয় বাস্তব ও —— হবে । Madhyamik 2017
7. ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে x -অক্ষের ওপর লম্ব টানলে x -অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হল মধ্যমা । Madhyamik 2017
8. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
9. কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। \(\angle\)COD=60° হলে \(\angle\)AOB= ———
10. একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 35 ও 33 হলে, ওই বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো।
11. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
12. 10, 14, 12, 16, 8, 9, 24, 20 এই তথ্য থেকে 12 কে বাদ দেওয়া হলে মধ্যমা বৃদ্ধি পাবে _____ ।
13. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হল _____ ।
14. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হল _____ প্রবণতার মাপক ।
15. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
16. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হলো _____ প্রবণতার মাপক ।
17. যৌগিক গড়, মধ্যমা, সংঘজ্ঞাগুরু মান হল _____ প্রবনতার মাপক ।
18. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
19. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো _____ প্রবণতার মাপক।
20. যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হল _____ প্রবণতার মাপক।
21. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হল _____ প্রবণতার মাপক ।
22. একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হল ওজাইভ।
23. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হলো _____ প্রবণতার মাপক।
24. ঊর্ধ্বক্রমে সাজানো \(6, 8, 10, 12, 13, x\) তথ্যের গড় ও মধ্যমা সমান হলে \(x\) এর মান নির্ণয় করো। Madhyamik 2023
25. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
26. একটি মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন ছকটি হলাে,
27. নিবেদিতাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য হলো,
28. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হলো---------- প্রবণতার মাপক।
29. যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান হলে -----প্রবণতার মাপক।
30. \(ax^2+2bx-c=0\) (a≠0) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে \(b^2\) —— হবে।