y, x-এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং y=9 যখন x=9; x-এর মান নির্ণয় করি যখন y=6.


\(y,x\) এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে ।
অর্থাৎ \(y∝\sqrt{x}\)
\(∴y=k\sqrt{x}\) [যেখানে \(k\) অশূন্য ভেদ ধ্রুবক]

আবার, \(y=9\) যখন \(x=9;\)
সুতরাং, \(9=k\sqrt9\)
বা, \(k=\cfrac{9}{3} ∴k=3\)
সুতরাং, \(y=3\sqrt{x}-----(i)\)

(i) নং সমীকরনে \(y=6\) বসিয়ে পাই,
\(6=3\sqrt{x}\)
বা,\(\sqrt{x}=2∴x=4\)

∴নির্ণেয় মান, \(x=4\) যখন \(y=6\)

Similar Questions