\(8x^2+7x=0, 0\) ও \(-2\) মান গুলি দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা যাচাই করে লিখি ।
\(8x^2+7x=0\) সমীকরণে \(x\) এর স্থানে 0 বসিয়ে পাই:
\(8.(0)^2+7.0\)
\(=0\) [সমীকরণটি 0 দ্বারা সিদ্ধ হয়েছে]
\(8x^2+7x=0\) সমীকরণে \(x\) এর স্থানে -2 বসিয়ে পাই:
\(8.(-2)^2+7.(-2)\)
\(=8×4-14\)
\(=32-14\)
\(=18\) [\(≠0; \,\therefore\) সমীকরণটি -2 দ্বারা সিদ্ধ হল না]
সুতরাং, \(8x^2+7x=0\) দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 হওয়া সম্ভব হলেও অপর বীজটি -2 হওয়া সম্ভব নয়।