O কেন্দ্রীয় একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা-কে বর্ধিত করলে তারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করি যে, \(\angle\)AOC-\(\angle\)BOD = 2\(\angle\)BPC


O কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD জ্যা কে বর্ধিত করলে তারা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে।
প্রমান করতে হবে যে,\(\angle\)AOC-\(\angle\)BOD=2\(\angle\)BPC

অঙ্কনঃ A,D যুক্ত করা হল।

প্রমানঃ AC চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ \(\angle\)AOC এবং পরিধিস্থ কোণ \(\angle\)ADC
∴\(\angle\)AOC=2\(\angle\)ADC

আবার,BD চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ \(\angle\)BOD এবং পরিধিস্থ কোণ \(\angle\)BAD
∴\(\angle\)BOD=2\(\angle\)BAD

∆ADP এর বহিঃস্থ \(\angle\)ADC=\(\angle\)PAD+\(\angle\)APD
অর্থাৎ,\(\angle\)ADC- \(\angle\)PAD=\(\angle\)APD
বা,2(\(\angle\)ADC- \(\angle\)PAD)=2\(\angle\)APD [উভয়পক্ষকে 2 দ্বারা গুন করে পাই]
বা,2\(\angle\)ADC- 2\(\angle\)PAD= 2\(\angle\)APD
বা,2\(\angle\)ADC-2\(\angle\)BAD=2\(\angle\)BPC
বা,\(\angle\)AOC-\(\angle\)BOD=2\(\angle\)BPC (প্রমানিত)


Similar Questions