দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে । PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে, প্রমাণ কর A, Q, B বিন্দুত্রয় সমরেখ । Madhyamik 2020


দুটি বৃত্ত পরস্পরকে P এবং Q বিন্দুতে ছেদ করেছে। PA এবং PB যথাক্রমে বৃত্তদুটির ব্যাস ।
প্রমান করতে হবে যে,A,Q,B সমরেখ।
অঙ্কনঃ P,Q যোগ করা হল।

প্রমানঃ যেহেতু PA একটি বৃত্তের ব্যাস,তাই ∠PQA ঐ বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ।
∴∠PQA=90°

আবার,PB অপর বৃত্তের ব্যাস,তাই ∠PQB ঐ বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ।
∴∠PQB=90°

∴∠AQB=∠PQA+∠PQB=90°+90°=180°
∴AQB একটি সরলরেখা।
∴A,Q,B সমরেখ (প্রমানিত)

Similar Questions