আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15000 টাকা ও 25000 টাকা মূলধন নিয়ে একটি ব্যাবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে, কত টাকা লভ্যাংশ পাব?


আমার এবং মালার মূলধনের অনুপাত=15000:25000
=15:25
=3:5
=\(\frac{3}{8}:\frac{5}{8}\) [∵3+5=8]

∴ বছরের শেষে লভ্যাংশ হিসাবে আমি পাবো 16800×\(\frac{3}{8}\) টাকা
=2100×3 টাকা
=6300 টাকা

এবং মালা পাবে=(16800-6300)টাকা =10500 টাকা
∴ বছরের শেষে লভ্যাংশ হিসাবে আমি 6300 টাকা এবং আমার বন্ধু মালা 10500 টাকা পাবে ।


Similar Questions