একটি কোণ β(Beta)-এর জন্য cosecβ = \(\cfrac{5}{13}\) হতে পারে।
বিবৃতিটি মিথ্যা
আমরা জানি, cosecβ = অতিভূজ/লম্ব
cosecβ \(=\cfrac{5}{13}\) এর অর্থ যদি অতিভূজ 5 একক হয়
তবে লম্ব 13 একক হবে । কিন্তু কোনো ত্রিভূজের
অতিভূজ ত্রিভূজটির বৃহত্তম বাহু । লম্ব তার থেকে
কখনও বড়ো হতে পারে না। তাই বিবৃতিটি মিথ্যা।