কোনো মূলধন বার্ষিক 6 \(\frac{1}{4}\)% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি ।
মূলধন দ্বিগুন হওয়ার অর্থ
আসল \((p)=\) সুদের পরিমান \((I)=x\) টাকা
সুদের হার \((r)=6\frac{1}{4}\%=\cfrac{25}{4}\%\)
\(\therefore\) সময়ের পরিমান \((t)=\cfrac{100\times I}{pr}\) বছর
\(=\cfrac{100\times x}{x\times \cfrac{25}{4}}\) বছর \(=\cfrac{100\times 4}{25}\) বছর \(=16\) বছর
\(\therefore\) কোনো মূলধন বার্ষিক \(6 \frac{1}{4}\%\) সরল সুদের হারে 16 বছরে দ্বিগূন হবে ।