আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ,
15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 11
আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরুমান নির্ণয় করি।


প্রদত্ত তথ্যের সংখ্যাগুলিকে মানের ঊর্ধক্রমে সাজিয়ে লিখে পাই
10,11,15,15,15,15,16,16,16,17,17,17,17, 18,18,19
এখানে দেখা যাচ্ছে 15 এবং 17 সংখ্যাদুটি সবচেয়ে বেশি বার (4 বার)আছে।

∴ তথ্যটির সংখ্যাগুরুমান 15 এবং 17

Similar Questions