একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি. এবং তির্যক উচ্চতা 25 সেমি.। শঙ্কুটির সমান আয়তনবিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি. হলে, চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ \((r)=\sqrt{25^2-20^2}\) সেমি
\(=\sqrt{625-400}\) সেমি \(=\sqrt{225}\) সেমি \(=15\) সেমি
∴লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন \(=\cfrac{1}{3} πr^2 h\) ঘন সেমি
\(=\cfrac{1}{3} π×(15)^2×20\) ঘন সেমি
ধরি,চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ \(=x\) সেমি
চোঙটির উচ্চতা 15 সেমি হলে আয়তন \(=πx^2×15\) ঘন সেমি
প্রশ্নানুসারে, \(πx^2×15=\cfrac{1}{3} π×(15)^2×20\)
বা, \(45πx^2=4500π\)
বা, \(x^2=100 \)
বা, \(x=10\)
∴চোঙটির ভূমিতলের ব্যাস \(=2×10\) সেমি \(=20\) সেমি (Answer)