1. যে-কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম।
2. যে কোনাে দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম।
3. কোনো দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম।
4. যে-কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ।
5. যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান।
6. যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক।
7. যেকোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ।
8. দুটি বর্গাকার চিত্র সর্বদাই সর্বসম।
9. দুটি সর্বসম চিত্র সর্বদা সদৃশ।
10. কোনো বৃত্তের PQ ও RS দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে X বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। P, S ও R, Q যুক্ত করে, প্রমাণ করি যে, ∆PXS ও ∆RSQ সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে, PX.XQ=RX.XS অথবা একটি বৃত্তে দুটি জ্যা পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে।
11. দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম।
12. বাঁদিকের সাথে ডানদিক মেলাও (যে কোনো দুটি) ∶