আমাদের গ্রামের 100 টি দোকানের দৈনিক লাভের (টাকায়) পরিমাণের ছকটি হলো,
প্রতি দোকানের লাভ (টাকায়)0-5050-100100-150
দোকানের সংখ্যা101628
150-200200-250250-300
22186
প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (ক্ষুদ্রতর সূচক) তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি।


প্রথমে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক তৈরি করা যাক
শ্রেণি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
50 এর কম 10
100 এর কম 26
150 এর কম 54
200 এর কম 76
250 এর কম 94
300 এর কম 100

x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 টি বাহুর দৈর্ঘ্য =10 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 টি বাহুর দৈর্ঘ্য=2 একক ধরে (50,10),(100,26), (150,54),(200,76),(250,94),(300,100) বিন্দুগুলি স্থাপন করে ও যুক্ত করে ক্ষুদ্রতর সূচক ওজাইভ পাওয়া গেল।

Similar Questions