একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহন করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে, তা হিসাব করে লিখি ।
Loading content...
প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় \(10\%\) হারে বৃদ্ধি
পেলে \(3\) বছর পর এখন মাছ উৎপাদনের পরিমান
\(=400×\left(1+\cfrac{10}{100}\right)^3\) কুইন্টাল
\(=400×\left(\cfrac{110}{100}\right)^3\) কুইন্টাল
\(=400×\left(\cfrac{11}{10}\right)^3\) কুইন্টাল
\(=400× \cfrac{11}{10}×\cfrac{11}{10}×\cfrac{11}{10}\) কুইন্টাল
\(=532.4\) কুইন্টাল
\(∴3\) বছর পর সমবায় সমিতির মাছ উৎপাদনের পরিমান
\( 532.4\) কুইন্টাল।
🚫 Don't Click. Ad Inside 😈