কিছু ছাত্রের বয়স হলো (বছরে) 10, 11, 9, 7, 13, 8, 14; এদের বয়সের মধ্যমা হল _____ বছর । Madhyamik 2020


কিছু ছাত্রের বয়স হলো (বছরে) 10, 11, 9, 7, 13, 8, 14; এদের বয়সের মধ্যমা হল 10 বছর ।



উর্ধক্রমে সাজালে তথ্যটি হয়, 7,8,9,10,11,13,14
তথ্যটির \(n=7\)
\(\therefore\) মধ্যমা = চতুর্থ রাশি= 10

Similar Questions