পাশের চিত্রে DE || BC এবং AD : BD = 3:5 হলে, ∆ADE-এর ক্ষেত্রফল : ∆CDE-এর ক্ষেত্রফল কত তা লিখি।


\(∵ DE∥BC\) এবং \(AD:BD=3:5\)
\(∴ AE:EC=3:5\) হবে,
\(D\) বিন্দু থেকে \(AC\) বাহুর ওপর লম্ব বা উচ্চতা \(h\) হলে
\(∆ADE\) এর ক্ষেত্রফল∶ \(∆CDE\) এর ক্ষেত্রফল \(=\cfrac{1}{2} AE×h : \cfrac{1}{2} EC×h=AE:EC=3:5\) (Answer)

Similar Questions