1. একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ___টি।
2. একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা \(x\) দ্বারা, প্রান্তদ্বয়ের সংখ্যা \(y\) দ্বারা এবং কর্ণের সংখ্যা \(z\) দ্বারা সুচিত হলে, \((x+3y-5z)\)-এর মান কত?
(a) 14 (b) 44 (c) 20 (d) 24
3. সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 6টি।
4. একটি সমকোণী চৌপলের তলসংখ্যা x, ধার সংখ্যা =y, শীর্ষবিন্দু সংখ্যা =2 ও কর্ণের সংখ্যা p হলে, (x+y+z+p) এর মান নির্ণয় করো।
5. একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা \(x\), বাহুর সংখ্যা \(y\) এবং তলের সংখ্যা \(z\) হলে, \(x-y+z\)=কত?
(a) 8 (b) 6 (c) 2 (d) 12
6. একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা \(a\) , প্রান্তরেখার সংখ্যা \(b\) এবং তলের সংখ্যা \(c\) হলে, \(2a-b+3c\)=কত?
(a) 16 (b) 18 (c) 20 (d) 22
7. একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 24 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেমি । সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ?
(a) 360 বর্গসেমি (b) 221 বর্গসেমি (c) 351 বর্গসেমি (d) 256 বর্গসেমি
8. একটি সমকোণী চৌপলের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল a বর্গএকক, b বর্গএকক ও c বর্গএকক। চৌপলটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো।
9. একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা \(x\) দ্বারা, প্রান্তরেখার সংখ্যা \(y\) দ্বারা এবং তলের সংখ্যা \(z\) দ্বারা সূচিত করা হলে \((x-y+z)\) এর মান কত ? Madhyamik 1986
10. একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 24 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেমি । সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ? Madhyamik 1998
11. একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল এর অর্ধেক তার কর্ণের বর্গের সমান। দেখাও যে,চৌপলটি একটি ঘনক।
12. সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ___।
13. একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার যােগফল 25 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 264 বর্গসেমি। ঐ চৌপলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করাে।
14. একটি সমকোণী চৌপলের তলসংখ্যা \(=x\) এবং কর্ণসংখ্যা \(=y\) হলে \((x^2-y^2)\) এর মান হবে-
(a) 32 (b) 48 (c) 2 (d) 20
15. একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 192 বর্গসেমি, ঘনফল 144 ঘনসেমি ও কর্ণের দৈর্ঘ্য 13 সেমি হলে, এদের মাত্রাগুলি নির্ণয় করো।
16. কোনো সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা x, তলের সংখ্যা y এবং মাত্রা সংখ্যা z হলে x+y+z=13 হবে।
17. একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি 25 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল 264 বর্গসেমি। চৌপলের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
18. একটি সমকোণী চৌপলের আয়তন 144 ঘনসেমি। সমগ্রতলের ক্ষেত্রফল 192 বর্গসেমি এবং কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। চৌপলটির মাত্রাগুলি নির্ণয় করো।
19. একটি আয়তঘনের চৌপলের কর্ণের সংখ্যা
(a) 2টি (b) 1টি (c) 4টি (d) ৪টি