পাশের চিত্রে, ∠ABC = 90° এবং BD \(\bot\) AC; যদি AB = 30 সেমি., BD = 24 সেমি. এবং AD = 18 সেমি. হলে, BC-এর দৈর্ঘ্য কত তা লিখি।
∵∆ABC ~ ∆ABD
∴∆ABC এবং ∆ABD এর
\(\frac{BD}{BC}=\frac{AD}{AB}\)
বা, \(\frac{24}{BC}=\frac{18}{30}\)
বা, BC\(=\frac{24×30}{18}\)=40
∴BC এর দৈর্ঘ্য 40সেমি ।