14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো, 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 64, 45, 54, 58, 60; প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি।
14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর মানের ঊর্ধক্রমে সাজিয়ে পাই,
42, 45, 45, 50, 51, 52, 54, 55, 56, 58, 59, 60, 62, 64
এখানে \(n=14\) অর্থাৎ যুগ্ম
∴নির্ণেয় মধ্যমা \(= \cfrac{1}{2}\Big[\left(\cfrac{14}{2}\right) \) তম মান+\(\left(\cfrac{14}{2}+1\right)\) তম মান\(\Big]\)
\(=\cfrac{1}{2}\) [সপ্তম মান+অষ্টম মান]
\(=\cfrac{1}{2} [54+55]= \cfrac{109}{2} =54.5\) (Answer)