প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15000 টাকা, 10000 টাকা এবং 25000 টাকা দিয়ে একটি ছোটো মুদির দোকান খুলল। কিন্তু বৎসরান্তে 3000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি।
প্রিয়ম,সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত=15000:10000:25000
=3:2:5
=\(\frac{3}{10}: \frac{2}{10} : \frac{5}{10}\) [∵3+2+5=10]
এখন বৎসরান্তে 3000 টাকা লোকসান হলে,
প্রিয়মকে দিতে হবে=3000× \(\frac{3}{10}\) টাকা
=900 টাকা
সুপ্রিয়াকে দিতে হবে =3000× \(\frac{2}{10}\) টাকা
=600 টাকা
এবং বুলুকে দিতে হবে =3000× \(\frac{5}{10}\) টাকা
=1500 টাকা
∴ 3000 টাকা বছরের শেষে লোকসান হলে প্রিয়মকে 900 টাকা,সুপ্রিয়াকে 600 টাকা এবং বুলুকে 1500টাকা দিতে হবে ।