y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। x=1 হলে y=-1 এবং x=3 হলে y=5; x ও y-এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি।


ধরি, \(p\) এবং \(q\) দুটি চলরাশি,যার \(p\) রাশিটি \(x\) এর সঙ্গে সরলভেদে এবং \(q\) রাশিটি \(x\) এর সঙ্গে ব্যস্তভেদে আছে।

\(∴ y=p+q\) এবং
\(p∝x ∴p=k_1 x\) [\(k_1\) অশূন্য ভেদ ধ্রুবক ]
\(q∝\cfrac{1}{x} ∴q=\cfrac{k_2}{x}\) [\(k_2\) অশূন্য ভেদ ধ্রুবক ]
\(∴ y=k_1 x+\cfrac{k_2}{x}---(i)\)
\((i)\) নং সমীকরনে \(x=1\) ও \(y=-1\) বসিয়ে পাই
\(-1=k_1+k_2 \)
বা, \(k_1+k_2=-1---(ii)\)
আবার \((i)\) নং সমীকরনে \(x=3\) ও \(y=5\) বসিয়ে পাই
\(5=3k_1+\cfrac{k_2}{3}\)
বা, \(9k_1+k_2=15---(iii)\)

\((iii)\) থেকে \((ii)\) বিয়োগ করে পাই \((9k_1+k_2 )-(k_1+k_2 )=15+1\)
বা, \(8k_1=16\)
বা, \(k_1=2\)
\((ii)\) নং সমীকরনে \(k_1=2\) বসিয়ে পাই
\(2+k_2=-1\)
বা, \(k_2=-3\)

\((i)\) নং সমীকরনে \(k_1\) এবং \(k_2\) এর মান বসিয়ে পাই \(y=2x-\cfrac{3}{x}\)
\(∴ x\) এবং \(y\) এর মধ্যে সম্পর্কটি হল \(y=2x-\cfrac{3}{x}\)

Similar Questions