1. এক বছর পরে আসল ও সুদাসলের অনুপাত 10 : 12 হলে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত?
2. আসল: এক বছরের সুদ-আসল =20:21 হলে; শতকরা বার্ষিক সুদের হার-
(a) 10% (b) 4% (c) 5% (d) 8%
3. আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত কোনাে 25 : 27 হলে, সুদের হার কত?
(a) 6% (b) 8% (c) 10% (d) 12%
4. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
5. আসল \(= p\) টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে \(r_1\%, r_2\%\) এবং \(r_3\%\) হলে \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
6. কোনাে আসল ও নির্দিষ্ট সময়ে সবৃদ্ধিমূলের অনুপাত 15:21 এবং বার্ষিক সরলসুদের হার 5% হলে, সময়ের পরিমাপ কত ?
(a) 4 বছর (b) 2 বছর (c) 8 বছর (d) 10 বছর
7. বছরে আসল এবং সুদ-আসলের অনুপাত ৪:9 হলে বার্ষিক সরল সুদের হার কত?
(a) 12\(\cfrac{1}{2}\)% (b) 15\(\cfrac{1}{2}\)% (c) 12% (d) 15%
8. কোনো আসল এবং সুদ-আসলের অনুপাত 10:11 হলে, বার্ষিক সুদের হার কত?
(a) 10% (b) 11% (c) \(10\cfrac{1}{11}\)% (d) 12%
9. 1 বছরের আসল ও সুদ- আসলের অনুপাত ৪:9 হলে বার্ষিক সরল সুদের হার হবে 5%
10. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
11. জয়ন্তবাবু একটি মাসিক প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দেন। বার্ষিক সরল সুদের হার 5% হলে বছরের শেষে জয়ন্তবাবু সুদে-আসলে কত টাকা পাবেন?
12. কোনাে আসল ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে সুদের অনুপাত 20:7 এবং বার্ষিক সরলসুদের হার 6% হলে, সময়ের পরিমাণ কত?
(a) 6 বছর (b) 5\(\cfrac{5}{6}\) বছর (c) 6\(\cfrac{5}{7}\) বছর (d) কোনােটিই নয়
13. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোন আসল 3 বছরের সুদেমূলে আসলের \(\cfrac{27}{8}\) গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে?
14. আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার -
(a) 5.5% (b) 4.5% (c) 5% (d) 5.6%
15. বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ, আসলের \(\frac{1}{4}\) অংশ হবে ? Madhyamik 2014 , 2005
16. কোনাে আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:25 হলে, বার্ষিক সুদের হার ৪% হবে।
17. কত বছরে 8% হারে কোনাে আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 25 : 8 হবে?
(a) \(3\cfrac{1}{2}\) (b) 4 (c) 5 (d) \(5\cfrac{1}{2}\)
18. 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত ৪: 9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%
19. আমার কাকা 40,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 2%, 3% ও 4%; 3 বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা জমা দেবেন?
20. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
21. কোনাে আসল নির্দিষ্ট সময়ের ব্যবধানে বার্ষিক 6% সুদের হারে 7 গুণ হলে ওই আসল 10 গুণ হতে গেলে বার্ষিক সুদের হার কত হতে হবে?
(a) 10% (b) 12% (c) 16% (d) 9%
22. আসল ও 5 বছরের সুদের অনুপাত 16:9 হলে, বার্ষিক সুদের হার-
(a) 11.25% (b) 13% (c) 12.25% (d) 16%
23. কোনাে আসলের 4 বছরের সুদ তার \(\cfrac{7}{16}\) অংশ হলে বার্ষিক সুদের হার কত ?
(a) 9% (b) 10.9% (c) 12% (d) 12.9%
24. 1 বছরের আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%
25. বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ, আসলের \(\cfrac{1}{4}\) অংশ হবে?
26. \(1\) বছরে আসল ও সুদ-আসলের অনুপাত \(8:9\) হলে বার্ষিক সরল সুদের হার _____ ।
27. সুদের হার কত হলে কোনো টাকার 2 বছরের সুদ, আসলের \(\cfrac{1}{4}\) অংশ হবে?
(a) 10% (b) 12.5% (c) 15% (d) 25%
28. কত বছরে 10% সরল সুদের হারে আসল এবং তা থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে ?
(a) 12 বছরে (b) 3 বছরে (c) 10 বছরে (d) 13 বছরে
29. সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে, বার্ষিক কত সুদের হারে, আসলের \(\cfrac{1}{25}\) অংশ সুদ হবে ?
(a) 25% (b) 10% (c) 2% (d) 2.5%
30. বার্ষিক সুদের হার 10% থেকে বেড়ে 12% হলে প্রাপ্ত সুদের পরিমান 200 টাকা বেড়ে যায়, তবে আসলের পরিমান কত ছিল ?
(a) 5000 টাকা (b) 10000 টাকা (c) 12000 টাকা (d) 20000 টাকা