\(ax^2+bx+35=0\) সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে, \(a\) এবং \(b\) এর মান লিখি।


\(ax^2+bx+35=0\) সমীকরনে \(x=-5\) বসিয়ে পাই
\(a(-5)^2+b.(-5)+35=0 \)
বা, \(25a-5b=-35 \)
বা, \(5a-b=-7----(i)\)

আবার \(ax^2+bx+35=0\) সমীকরনে \(x=-7\) বসিয়ে পাই
\(a(-7)^2+b.(-7)+35=0 \)
বা, \(49a-7b=-35 ----(ii)\)

\((i) \times 7 + (ii) \times -1\) করে পাই
\(35a-7b-49a+7b=-49+35\)
বা, \(-14a=-14\)
বা, \(a=1\)

\((i) \) নং সমীকরণে \(a=1\) বসিয়ে পাই
\(5×1-b=-7 \)
বা, \(-b=-7-5 \)
বা, \(b=12\)

\(∴ ax^2+bx+35=0\) সমীকরণের বীজদ্বয় \(-5\) ও \(-7\) হলে, \(a=1\) এবং \(b=12\) হবে ।

Similar Questions