যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চুড়ার উন্নতি কোণ 60° হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চুড়ার উন্নতি কোণ 30° হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। [√3 -এর আসন্ন মান 1.732 ধরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি]
ধরি,AB চিমনির গোড়ার সমতলে একটি বিন্দু C থেকে চিমনির চূড়া A বিন্দুর উন্নতি কোণ
∠ACB=60° এবং C বিন্দু থেকে 24 মিটার দূরের একটি বিন্দু D এর সাপেক্ষে চিমনির চূড়া A এর উন্নতি কোণ ∠ADB =30° এবং CD=24 মিটার ।
ত্রিভূজ ABC থেকে ∠ACB এর পরিপ্রেক্ষিতে পাই
tan60°=লম্ব/ভূমি \(=\frac{AB}{BC}\)
বা,√3 \(=\frac{AB}{BC}\)
বা,AB=BC√3 \(---(i)\)
ত্রিভূজ ABD থেকে ∠ADB এর পরিপ্রেক্ষিতে পাই
tan30°=লম্ব/ভূমি \(=\frac{AB}{BD}\)
বা, \(\cfrac{1}{√3}=\frac{AB}{BD}\)
বা,AB \(=\frac{BD}{√3}---(ii)\)
\((i)\) এবং \((ii)\) সমীকরন থেকে পাই BC√3 \(=\frac{BD}{√3}\)
বা,BC√3 \(=\frac{BC+CD}{√3}\)
বা,3BC=BC+24
বা,3BC-BC=24
বা,2 BC=24
বা,BC=12
\((i)\) নং সমীকরনে BC=12 বসিয়ে পাই
AB=12√3=12×1.172=20.784
∴চিমনির উচ্চতা 20.784 মিটার ।