একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো।
ধরি শঙ্কুটির উচ্চতা \(h\) একক এবং ব্যাসার্ধ \(r\) একক ।
∴প্রশ্নানুসারে, \(πrl=\sqrt5×πr^2\)
বা, \(l=\sqrt5 r\)
বা, \(\sqrt{h^2+r^2}=\sqrt5 r\)
বা, \(h^2+r^2=5r^2\)
বা, \(h^2=4r^2\)
বা, \(\cfrac{h^2}{r^2} =\cfrac{4}{1}\)
বা, \(\cfrac{h}{r}=\cfrac{2}{1}\)
বা, \(h:r=2:1\)
∴শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত \(2:1\)