বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করি ।


ধরি, আসল \(p\) টাকা
\(\therefore p(1+\cfrac{5}{100})^2-p=615\)
বা, \( p(1+\cfrac{1}{20})^2-p=615\)
বা, \( p\left[(\cfrac{21}{20})^2-1\right]=615\)
বা, \( p\left[\cfrac{441-400}{400}\right]=615\)
বা, \( p=\cfrac{615\times 400}{41}=6000\)

\(\therefore\) আসলের পরিমান 6000 টাকা ।

Similar Questions