শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি.। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি. 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি।
Loading content...

ধরি,শঙ্কু আকৃতির টোপরটির তির্যক উচ্চতা \(x\) সেমি

টোপরটির ব্যাসার্ধ \((r)=\cfrac{21}{2}\) সেমি
∴টোপরটির বাইরের দিকের ক্ষেত্রফল \(=πrl\)
\(=\cfrac{22}{7}×\cfrac{21}{2}×x\) বর্গ সেমি \(=33x\) বর্গ সেমি

টোপরটির প্রতি বর্গ সেমি রংতা দিয়ে মুড়তে \(10\) পয়সা বা \(0.10\) টাকা হিসাবে মোট খরচ পড়ে \(=33x×.10\) টাকা \(=3.3x\) টাকা

শর্তানুসারে, \(3.3x=57.75\)
বা, \(x=\cfrac{57.75}{3.3}=17.5\)
∴ টোপরটির তির্যক উচ্চতা \(17.5\) সেমি

∴ টোপরটির উচ্চতা \(=\sqrt{(17.5)^2-(\cfrac{21}{2})^2}\) সেমি
\(=\sqrt{(17.5)^2-(10.5)^2} \) সেমি
\(=\sqrt{(17.5+10.5)(17.5-10.5)}\) সেমি
\(=\sqrt{28×7}\) সেমি \(=14\) সেমি

∴টোপরটির উচ্চতা 14 সেমি এবং তির্যক উচ্চতা 17.5 সেমি ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions