দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কতো হবে নির্ণয় করো । Madhyamik 2025
Loading content...

ধরি, দ্বিতীয় ত্রিভূজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য \(x\) সেমি ।
\(\therefore \cfrac{9}{x}=\cfrac{27}{16}\)
বা, \(27x=9\times 16\)
বা, \(x=\cfrac{\cancel9\times 16}{\cancel{27}3}\)
বা, \(x=5\cfrac{1}{3}\)

\(\therefore\) দ্বিতীয় ত্রিভূজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য \(5\cfrac{1}{3}\) সেমি ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions