একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60° ও 30° হলে, উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত।
Loading content...

ধরি,উড়োজাহাজটির অবস্থান যখন \(A\) বিন্দুতে ছিল তখন পরপর দুটি কিলোমিটার ফলক \(P\) এবং \(Q\) এর অবনতি কোন যথাক্রমে \(60°\) এবং \(30°\) ছিল। এবং উড়োজাহাজটি \(AB\) মিটার উচ্চতায় উড়ছিল।

ধরি, \(AM||BQ\)
\(∴ ∠MAP=60°\) এবং \(∠MAQ=30°\)
\(∠APB=\) একান্তর \(∠MAP=60° \)
এবং \(∠AQB=\) একান্তর \( ∠MAQ=30° [∵AM||BQ] \)

সমকোণী ত্রিভূজ \(APB\) থেকে পাই
\(tan60°=\) লম্ব /ভূমি \(=\cfrac{AB}{PB}\)
বা, \(tan60°=\cfrac{AB}{PB } \)
বা, \(√3=\cfrac{AB}{PB} \)
বা, \(PB=\cfrac{AB}{√3}----(i) \)

সমকোণী ত্রিভূজ \(ABQ\) থেকে পাই
\(tan30°= \) লম্ব /ভূমি \(=\cfrac{AB}{BQ} \)
বা, \(tan30°=\cfrac{AB}{BQ} \)
বা, \(\cfrac{1}{√3}=\cfrac{AB}{BQ} \)
বা, \(BQ=AB√3----(ii)\)

\(∴PQ=1 \) কিলোমিটার \(=1000\) মিটার
\(PQ=BQ-PB \)
বা, \(1000=AB√3-\cfrac{AB}{√3} \) [ \((i)\) এবং \((ii)\) থেকে]
বা, \(AB(√3-\cfrac{1}{√3})=1000 \)
বা, \(AB\cfrac{(3-1)}{√3}=1000\)
বা, \(AB=\cfrac{1000×√3}{2}=500√3\)

∴দ্বিতীয় ক্ষেত্রে যখন ফলক দুটি একই পাশে অবস্থিত, তখন উড়োজাহাজটির উচ্চতা \(500√3\) মিটার।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions